সিলেট প্রতিনিধি,
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্য ও সংগীত বিষয়ক সংগঠন শিকড়ের ২৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউম আলম পূর্ণ ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিবাকর বিশ্বাস দিগন্ত মনোনীত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আফরোজা আক্তার রোজী, পারমিতা রায়, কোষাধ্যক্ষ শাহরিয়ার আলম আলভী, সাংগঠনিক সম্পাদক সাদমান মুতাছছিম ইফাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদুল ইসলাম, দফতর সম্পাদক অলকানন্দা দাস বর্ষা, সহ-দফতর সম্পাদক রানা সিংহ, আলোকসজ্জা সম্পাদক রিপন সেন, সহআলোকসজ্জা সম্পাদক মোহাম্মদ মিনহাজ, সঙ্গীত ও নৃত্যকলা সম্পাদক সম্বিতা মল্লিক, সহ-সঙ্গীত সম্পাদক সুকান্ত বিশ্বাস, সহ-নৃত্যকলা সম্পাদক পূর্ণতা বিশ্বাস, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক অর্পা মোদক, সহ-আবৃত্তি ও সাহিত্য সম্পাদক লাবিব নাহদি, নাট্যকলা সম্পাদক আনুসূয়া আচার্য্য, সহ-নাট্যকলা সম্পাদক আয়ন দেবনাথ, চিত্রকলা সম্পাদক মারিয়া প্রতীক্ষা, সহ-চিত্রকলা সম্পাদক সুবাহ সাইবা এশা, প্রকাশনা সম্পাদক অনিক দেবনাথ, সহ-প্রকাশনাসম্পাদক শাফিউজ্জামান আকাশ, প্রচার সম্পাদক প্রত্যাশা হোসেন, সহ-প্রচারসম্পাদক অরুণিমা প্রতিচী মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুন্তাছির আকিল তুহিন, বিজয়া রয় পূজা।
প্রসঙ্গত, শিকড় ১৯৯৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পথচলা। বাংলা সংস্কৃতির শুদ্ধচর্চায় শিকড় এর অবদান অনন্য।