Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে জনসভায় গ্রে*নেড বি*স্ফোরণ: মা*মলার শুনানি অনুষ্ঠিত

সিলেটে জনসভায় গ্রে*নেড বি*স্ফোরণ: মা*মলার শুনানি অনুষ্ঠিত

 

সিলেট প্রতিনিধি,

 

আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জনাব স্বপন কুমার সরকারের এজলাসে এ শুনানি অনুষ্ঠিত হয়।

 

জানা গেছে, বিগত ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণে ১ জন নিহত ও ৩৭ আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

 

মামলার শুনানিতে বিচারকের এজলাসে উপস্থিত ছিলেন- সিলেট কারাগারে অন্তরীণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর নিম্নলিখিত সদস্যরা:

 

ক) নাজিউর রহমান নাজু।

খ) হাফেজ সৈয়দ নাঈম আহমেদ।

 

এছাড়াও জামিনে থাকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস এজলাসে উপস্থিত ছিলেন।

 

শুনানি শেষে বিজ্ঞ বিচারক আগামী ১২/১১/২০২৪ তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং হাজিরা শেষে হুজিবি সদস্যদের পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানযোগে সড়কপথে সিলেট জেলা কেন্দ্রীয় কারাগার পার্ট-১, বাদাঘাট, সিলেটে নিয়ে যাওয়া হয়। শুনানির সময় আদালত চত্বরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments