সিলেট প্রতিনিধি,
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে মশাল মিছিল করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার রাত ১০টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে প্রধান ফটকে যায়। সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ঘুরে প্রধান ফটকে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ‘অবৈধ রাষ্ট্রপতি, মানিনা মানবনা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘বিপ্লব মোর রক্তে কেনা, দালাল তোরা ছাড় পাবি না’ ইত্যাদি স্লোগান দেন তারা।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম ও নাসিম।
ফয়সাল হোসেন বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের আপামর জনতার উপর যে নগ্নতা দেখিয়েছে তা কখনোই ক্ষমা করা যায় না। আওয়ামী দু:শাসনের সময়ে বাংলার মানুষের উপর ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরেরা মুজিববাদ কায়েম করতে চেয়েছিল। আমরা বাংলাদেশে আর কোন মুজিববাদ দেখতে চাই না। বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আহ্বান করবো, অতিদ্রুত আওয়ামী লীগ ও তার প্রেতাত্মাদের বাংলার মাটিতে নিষিদ্ধ ও স্বৈরাচারের তৈরি রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নইলে বাংলার ছাত্র সমাজ আবারো মাঠে নামতে বাধ্য হবে।
শাবিপ্রবির আরেক সমন্বয়ক নাসিম বলেন, স্বৈরাচারের দোসরেরা আবারো জেগে উঠার পাঁয়তারা করছে। রাষ্ট্রপতি বলছে, পলাতক হাসিনা নাকি পদত্যাগপত্র জমা দেয়নি। আমরা বাংলার ছাত্রসমাজ তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি তাদেরকে পুনর্বাসন করতে চান তাহলে আমরা এমন পদক্ষেপ নিব যাতে বাংলাদেশে আগামী ১০০ বছর আওয়ামী লীগের নাম নেয়ার কেউ সাহস না পায়।