জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ জেলা প্রতিনিধি)::
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আন্দিউড়া চকবাজারের কীটনাশক দোকান নন্দন ষ্টোর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব। সব আগুনে পুড়ে গেছে। এখন সার, ও কীটনাশক বিক্রির সিজন। আমি গতকালও কয়েক লাখ টাকার মাল ক্রয় করেছি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, আগুন লেগেছে আমি শুনছি আমি নামাজে ছিলাম পরে গিয়ে দেখছি। কিভাবে আগুন লাগছে আমি বলতে পারি না। স্থানীয়রা বলেন এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ২টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।