ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
“ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার”
এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো শ্রীমঙ্গলেও পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট, পোস্টার ও স্টিকার।
এসময় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সর্তক ভাবে চলাচলের ও ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন(টিআই) এস এম জালাল উদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান।
উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টিএসআই মোস্তাক আহমেদ, নিসচার শ্রীমঙ্গল উপজেলা শখার সহ-সভাপতি গোলাম রহমান মামুন, মো: আমির হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, অর্থ সম্পাদক আশীষ রবিদাশ, প্রচার সম্পাদক দোলা মিয়া, যুব বিষয়ক সম্পাদক ইমন হোসেন ফাহিম, সদস্য মো: আবুল কাশেম, মো: রবি উদ্দিন, মো: আলমঙ্গীর হোসেন সরদার, বাবুল মিয়া, ইয়াছিন আহমেদ শরিফ প্রমুখ।