নিজস্ব প্রতিবেদক,
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪,
আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমি মন্ত্রী ছিলাম, কিন্তু কে কত টাকা কীভাবে নিয়েছে জানি না। এটার সঙ্গে আমলারা জড়িত থাকতে পারেন। কারণ মন্ত্রণালয়ের কাজ তারা করেন। আমি শুধু বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেছি।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি। এদিন পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আত্মপক্ষ সমর্থন করে ইমরান বলেন, আমার বয়স ৭৩ বছর। আমি অসুস্থ। আমি এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ত না।
ইমরান আহমদের আইনজীবী কামরুজ্জামান বলেন, সাবেক মন্ত্রী ইমরান আহমদকে অপরাধের সঙ্গে ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে মামলার আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, টাকা আত্মসাৎকারী ও দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে ও শাস্তি পাবে। জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে।
রোববার সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি সিলেট-৪ আসনের ৬ বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরে পূর্ণ মন্ত্রী হন। সবশেষ জাতীয় নির্বাচনেও এমপি নির্বাচিত হন ইমরান আহমদ।