সিলেট প্রতিনিধি,
সিলেটের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার শাখার উদ্যোগে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বে বহাল রাখার দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের পক্ষে ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের নেতৃত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।
এছাড়াও একই সময়ে বিয়ানীবাজার উপজেলায় ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ৯ নম্বর মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আবুল মান্নানের নেতৃত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সারাদেশ সংস্কারের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার এমন ঘোষণার প্রতিবাদে জনপ্রতিনিধিরা রাজপথের সোচ্চার হচ্ছেন বলে জানা যায়।