স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে বাংলাদেশের সুপারি ও রসুনের সঙ্গে ছিল ভারতীয় চিনি ও আপেল।
রোববার (২০ অক্টোবর) সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় সেখান থেকে পাচারের উদ্দেশ্যে রাখা এসব পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত জানিয়েছেন বিজিবির বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাসার আজাদ।
জানা যায়, ভারতে পাচারের সময় ৪০ হাজার ৫০০ কেজি দেশি রসুন জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। একইসঙ্গে ৮০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি বাংলাদেশি সুপারি, ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি এবং ৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬১০ কেজি আপেল জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবির বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাসার আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সীমান্তবর্তী ওই গ্রামে অভিযানে যায় বিজিবির একটি আভিজানিক দল। জব্দ করা পাচারের উদ্দশ্যে রাখা এসব মালপত্র নিলামে বিক্রি করা হবে।
বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও সীমান্ত অঞ্চল ব্যবহার করে পণ্য পাচার রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান বন্ধে স্থানীয়দের সহায়তা অব্যাহত রাখতে হবে।
এদিকে, বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, দুটি মোটরসাইকেল, অন্যান্য মালপত্রসহ অবৈধভাবে পাথর উত্তোলনকারী আটটি নৌকা জব্দ করেছে বিজিবি।