সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলনায়তনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহিম বক্স দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মো. সজিব আলী, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলীম ভাসানী প্রমুখ।
সিলেট পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়াগুলি বাস্তবায়নের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
দাবিসমূহ হলো-
ক। পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের ওপর দায়ের করা মিথ্যা মামলাগুলি থেকে নাম প্রত্যাহার করতে হবে।
খ। সিলেটের সব পাথর কোয়ারিগুলি খোলে দিতে হবে।
গ। সিলেটের সিএনজিচালিত সব যানবাহনে গ্যাস লোডের দীর্ঘসূত্রিতা দূর করতে হবে।
ঘ। সিলেটের ট্রাক চলাচলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারও ট্রাক চেকের নামে চুরি, ডাকাতি বন্ধ করতে হবে।
ঙ। যাত্রী পরিবহন যানবাহনে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী দ্বারা শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে।
চ। মেয়াদোত্তীর্ণ লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে।
ছ। সরকারি ডিউটির নামে হয়রানি বন্ধকরণ ও জৈন্তা-তামাবিল রোডে ছোট গাড়ি চলাচলে হয়রানি বন্ধ করতে হবে।