Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে নতুন সিভিল সার্জন মামুনুর রহমান

মৌলভীবাজারে নতুন সিভিল সার্জন মামুনুর রহমান

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোঃ মামুনুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৮ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পূর্বের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। ডা. মামুনুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে ডা. মামুনুর রহমানের নিয়োগের ফলে স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ আসবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। তবে, ডা. জালাল উদ্দিন মুর্শেদের সময়কালে সিভিল সার্জন কার্যালয়ে কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

সম্প্রতি, মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ সিন্ডিকেট এবং কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তাকে কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান সহকারী অসিত চক্রবত্রী, পরিসংখ্যানবিদ অহিজিৎ দাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রঞ্জনা দেবী, ষ্টোর কিপার অলক চন্দ্র পাল, এবং অফিস সহায়ক বিরজিৎ দাশ।

মৌলভীবাজারের স্বাস্থ্য সেবার সঠিক পরিচালনার জন্য নতুন সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের ওপর বড় দায়িত্ব এসে পড়েছে। স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে স্থানীয় জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় স্বাস্থ্য কর্মীদের এবং সাধারণ মানুষের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments