সুনামগঞ্জ প্রতিনিধি,
গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা শহরস্ত পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ কোটি মানুষের বিদ্যুৎ বিতরণের জন্য নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে হয়রানি করা পল্লী বিদুৎ খাতে অস্থিরতা, পল্লী বিদ্যুৎ সংস্কার ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, বিআরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এজিএম ইব্রাহিম তালুকদার, শান্তিগঞ্জ সাবজোনাল অফিসের এজিএম ইয়াসিন মাহমুদ, সদর কারিগরি অতিরিক্ত দায়িত্বরত ডিজিএম শেখ মোহাম্মদ ইমরান, এজিএম সদস্য সেবা মো. সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, আমাদের দেশে আওয়ামী লীগ সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বিআরইবি কর্মরত হাসিনার যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা রয়েছে তারা আমাদের এই স্বাধীন দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা বলতে চাই বিআরইবি দালালেরা হুঁশিয়ার সাবধান এবং পল্লী বিদ্যুতের সঙ্গে যারা অবৈধ কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বক্তরা আরো বলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদেরকে বিআরইবি এর মতো সার্ভিস কোডে অন্তর্ভুক্ত করতে ও তাদের ২০ জন কর্মকর্তাদের বিরুদ্ধে বিআরইবি কর্তৃক বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধের জোর দাবির আহ্বান জানান।
এছাড়া বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের দাবি সমূহের সমাধান না করলে ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বৃহত্তর আন্দোলন সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করবেন বলে মন্তব্য করেন।