নিজস্ব প্রতিবেদক,
সিলেটে ওয়ায়েজীন পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সীরাত মহাসম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়খুল ইসলাম আল্লামা রশীদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা হাজী ইমদাদুল্লাহ, আল্লামা খোরশেদ আলম কাসেমী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী, মুফতি আলী হোসেন ওসামা।
এছাড়াও সিলেট জেলা ওয়ায়েজীন পরিষদের সভাপতি মুফতি মনজুর রশিদ আমিনীসহ স্থানীয় আলেম-ওলামারাও উপস্থিত ছিলেন।
সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের সেই অনুযায়ী জীবন পরিচালনার নির্দেশনা প্রদান করেন।