Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জমানুষের সেবায় কাজ করতে চায়, এডভোকেট শিশির মনির 

মানুষের সেবায় কাজ করতে চায়, এডভোকেট শিশির মনির 

 

 

আনোয়ার হোসাইন, দিরাই সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি।

-বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ধন সম্পদ কিছুই নয়,মানুষের সেবায় ব্যয় করতে না পারলে কোন কাজে লাগাবেনা।এজগতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে অনেকেই, কিন্তু মানুষের সেবার করার মত তাদের মন নেই। অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভাণ্ডার ব্যয় করতে না পারায় দুনিয়া ও আখেরাতে কোন কাজে আসবেনা। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লার সন্তুষ্টি অর্জনই মানবজীবনের সফলতা।

তিনি বলেন ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্য সেবা বঞ্চিত দেখতে চাইনা। গর্ভবতী আর কোন মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যায়। ভাটি এলাকার থেকে কোন গর্ববতী মহিলাকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যেতে রাস্তায় প্রসব হয়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারের যাত্রা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামারচর বাজারে মনির সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-সব বলেন, এতে সভাপতিত্ব করেন, ডাক্তার আব্দুল মান্নান ও আবুল খায়েরের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এডমিন অফিসার তানভির আহমেদ, দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রায়হান উদ্দিন, ডা. বিজিত তালুকদার, ডা. এনায়েত, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর,মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি,আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল রুমান প্রমুখ। আলোচনা সভা শেষে ইবনে সিনা হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন, শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments