Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও রাজস্ব, বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান গ্রে*ফতার

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও রাজস্ব, বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান গ্রে*ফতার

 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।রোববার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করেছে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবিপ্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআর”র সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

 

নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

 

১৯৮২ সালের বি সি এস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলাম পুর ইউনিয়নের গণেশপুর গ্রামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments