মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট থেকে::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে, সম্ভাবনা সমৃদ্ধির আগামীর গোয়াইনঘাট উপজেলা বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করনীয় শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারনসম্পাদক মুসলেমউদ্দীন মুনায়িমের পরিচালিত ছাত্র সমাবেশে বক্তারা গোয়াইনঘাটের বিরাজমান সমস্যা ও অপার সম্ভাবনা বিষয় তুলে ধরেছেন।
ছাত্র সমাবেশে উপজেলার শিক্ষার গুনগত মান উন্নয়, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সংস্কার মূল্যবোধ জনসচেতনতা বৃদ্ধি, মুক্ত মাঠে খেলাধুলা সুযোগ সুবিধা বৃদ্ধি, উপজেলা সরকারী অফিস আদালতে নাগরিক সেবার মানউন্নয়, উপজেলার অবস্থিত পর্যটন সমূহের পরিকল্পিত উন্নয়ন, খনিজ সম্পদ আহরণে জনগনের অধিকার নিশ্চিত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সংগঠনের পক্ষে থেকে গোয়াইনঘাটের জনগণের সার্বিক কল্যানে ন্যায্য দাবী সমূহ লিফটে আকারে ছাপিয়ে বিলি করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসংযোগ করা হয়।
সমাবেশে বক্তৃতাদের বক্তব্যে উপজেলায় বন্যা নিয়ন্ত্রণে নদনদী খনন, সনাতন পদ্ধতিতে পাথর কুয়ারি চালু, পর্যটন শিল্পের পরিকল্পিত উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামোগন উন্নয়নের বিষয় সমূহ প্রাধান্য পায়।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্রাফট ইন্সট্রাকটর ইমরান রিয়াজ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান দৌলত, নাদিম মাহমুদ, নাজমুস ফাহিম, শিক্ষক নুরুল হুদা, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, নাদিম হাসান, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আল মামুন, রাকিব হোসাইন, আল আমিন, আরিফ, প্রচার সম্পাদক মামুন আহমদ।
উপস্থিত ছিলেন ইকবাল সাইলুজ, সজীবুর, শাহ জামান, জাকারিয়া, জুবের, ইমরান, রাজু, এহসান, সজীব, রাসেল, নাহিদ, সাইদুল, সাইদুর রহমান, কামরুল, মামুন, জুবায়ের, আরিফ, মুস্তাফিজ, তারেক, সাদিক, শিমুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের পারম্ভে শ্রস্রদ্ধে জাতীয় সংগীত গাওয়া সহ ৭১ সালে ও জুলাই বিপ্লবে নিহত সকল সহিদের সম্মান প্রর্দশন ও রুহের মাগফেরাত কামনা করা হয়।