Friday, November 8, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তিশিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব

শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব

বিশেষ প্রতিনিধি,

 

এক বছর মেয়াদি মাসিক শিক্ষাবৃত্তি প্রদান শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (শাবিপ্রবি) ভ্রমণ বিষয়ক সংগঠন শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব।

বুধবার (২ অক্টোবর) সংগঠনটির স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের ৩ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকার মাসিক চেক প্রদান করার মাধ্যম এ শিক্ষাবৃত্তির সূচনা করা হয়।

 

সংগঠনটির সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর মো. মোখলেছুর রহমান এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইউকে রিলিফের চেয়ারম্যান হাফিজ মাওলানা কাদির আহমেদ তারিক উপস্থিত ছিলেন।

 

এছাড়া অতিথি হিসেবে- ছিলেন শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা শাহ শাহীন।

 

সংগঠনরটির সদস্যরা জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সিলেটের কৃতি সন্তান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই মহান ব্যক্তির সম্মান ও স্মরণার্থে হুমায়ুন রশীদ চৌধুরী স্কলারশিপ নামকরণ করে গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এবং শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের ৩০বছরে পদার্পণ উপলক্ষে এ স্কলারশিপের প্রবর্তনের উদ্যোগ নেয় তারা।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, চলতি বছরের ২১ মার্চ থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকে ৩য় বর্ষের শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। এতে আবেদনকৃত সব শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয়। সামনে এ সংখ্যাটি আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরো বলেন, বৃত্তির জন্য বাছাইকৃত তিনজন শিক্ষার্থীকে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাসিক ২০০০ টাকা করে মোট ২৪ হাজার টাকা দেওয়া হবে।। তিনজন শিক্ষার্থীকে ২৪০০০ টাকা করে বছরে মোট ৭২০০০ টাকা বৃত্তি দেবে শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব।

 

প্রসঙ্গত, ১৯৯৫ সালের ১ জানুয়ারি মোহাম্মদ বদরুদ্দোজা শাহ শাহীন এর হাত ধরে যাত্রা শুরু করে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব। গত ৩০ বছর যাবৎ ভ্রমণ ও ভ্রমণের বাইরে স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন ধরনের কাজ করে আসছে সংগঠনটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments