Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সুনামগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার,

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এ.এন.এম নুরুল আলম চৌধুরী, সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, ফখরুল আলম, প্রভাকর দাস মুকুল, গোলাম আল বেরুনী শুভ্র, জয়ন্ত পালসহ আরো অনেকে।

 

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সেই শিক্ষকরা আজ অবহেলিত ও নানা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষকদের তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন ভাতা এবং গ্রেডিং সুবিধা পাচ্ছেন না। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও বিশ্বমানের করতে হলে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। শিক্ষকদের জীবনযাপনকে উন্নত করতে হবে।’

 

এ সময় তারা শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার জন্য জোর দাবি জানান।

 

মানববন্ধন শেষে শিক্ষকরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments