Friday, November 8, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তি৭ দিন বন্ধ পাচ্ছে শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারা

৭ দিন বন্ধ পাচ্ছে শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক,

৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি এবং ১৬ অক্টোবর লক্ষীপূজার ছুটিসহ মোট সাতদিনের ছুটি পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে খোলা থাকবে হল অফিস, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কার্যালয়।

 

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে দুপুরে রেজিস্ট্রার দফতরের ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছুটি জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ছয়দিন বিশ্ববিদ্যালয় অফিসসমূহ বন্ধ থাকবে। পরদিন ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু রাখা হবে। এরপর ১৬ অক্টোবর লক্ষীপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

 

এদিকে ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ছেলেদের তিনটি আবাসিক হলে শিক্ষার্থীদের ওঠার বিষয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। তাই দুর্গাপূজায় বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম থাকলে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে হলের সিট বণ্টনের উদ্দেশ্যে খোলা থাকবে হল অফিসসমূহ, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কার্যালয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments