Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

হবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক,

হবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে তিন ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।

 

এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়।

 

নার্স ও মিডওয়াইফারিদের কর্মবিরতি পালনকালে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসা সেবা স্বাভাবিক ছিল। এ সময় নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সমন্বয়ক স্বপা’র নেতৃত্বে ডিউটি ব্যতীত সব নার্স ও মিডওয়াইফারি কর্মবিরতি পালন করেন।

 

উল্লেখ্য, গত ১৫-০৯-২০২৪ তারিখ থেকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফ‍ারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতাল শাখা বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল, পতাকা মিছিলসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments