Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জনি*হত ৬ জন একই পরিবারের, বন্ধ ছিল দরজা-জানালা

নি*হত ৬ জন একই পরিবারের, বন্ধ ছিল দরজা-জানালা

স্টাফ রিপোর্টার,

 

সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনেই শিশু। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়শ্রী ইউপির শীমের খাল এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান। রাত সাড়ে ১২টায় ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন।

 

নিহতরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), চার শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা (৫) ও ওমর ফারুক (৩)।

 

মঙ্গলবার সকাল ৮টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছান।

 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, ভোরে রওনা দিয়ে ওখানে পৌঁছান তারা। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ঘটনার সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments