Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে পুলিশের গু*লিতে নি*হত ৩ জনের ময়না*তদন্তের নির্দেশ

সিলেটে পুলিশের গু*লিতে নি*হত ৩ জনের ময়না*তদন্তের নির্দেশ

সিলেট প্রতিনিধি,

নিহতরা হলেন তারেক আহমদ,ময়নুল ইসলাম ও রায়হান আহমদ।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তারপরই বিকেলে থেকে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। সিলেটের বিয়ানীবাজার হামলা ভাঙচুর হয়। হামলার ভয়াবহতা থেকে বাঁচতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করলে ঘটনাস্থালে ৩ জন মারা যায়। ওই তিনজনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

 

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, ৩ জনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশনার বিষয়ে জেনেছি। এটা আদালত থেকে বেশ কিছুদিন আগে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করার পরেই তাদের লাশ উত্তোলন করা হবে।

নিহতরা হলেন- তারেক আহমদ, রায়হান আহমদ ও ময়নুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে রক্তাক্ত হয়ে উঠে বিয়ানীবাজার পৌরশহর। সরকারি-বেসরকারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। পুলিশের গুলিসহ একাধিক অস্ত্র লুটপাট হয়। এমনকি থানায় পর্যন্ত হামলা চালায় দুর্বত্তরা। ওই সময় পুলিশ গুলি চালালে নিহত হন ওই তিনজন পাশাপাশি আহত হন অন্তত ১০ জন। নিহতের ঘটনার ১৫ দিন পর বাদী হয়ে প্রথম মামলা দায়ের করেন তারেক আহমদের মা ইনারুন নেসা। পরবর্তীতে নিহত রায়হান আহমদ ও ময়নুল ইসলামের পরিবারও বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments