Friday, November 8, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তিশাবিপ্রবিতে ২৬ জন নতুন সহকারী প্রক্টর-হল প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবিতে ২৬ জন নতুন সহকারী প্রক্টর-হল প্রভোস্ট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক,

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৫ জন সহকারী প্রক্টর ও ২১ জন সহকারী হল প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো পৃথক পৃথক অফিস আদেশে এসব নিয়োগের বিষয় জানানো হয়।

 

আদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে ৫ জন সহকারী প্রক্টর এবং ছেলেদের তিনটি হল ও মেয়েদের তিনটি আবাসিক হলে মোট ২১ জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়।

 

নতুন সহকারী প্রক্টর হিসাবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফ হোসাইন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. শাদমীম হাসান সিফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এদিকে ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান দায়িত্ব পেয়েছেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ. কে. এম ফখরুল হোসেন এবং প্রভাষক মো. মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল হায়দার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

অন্যদিকে মেয়েদের প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট হিসেবে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমেনা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানাকা তানজিমা আতিক ও সহকারী অধ্যাপক সায়মা সাদিয়া শাওন দায়িত্ব পেয়েছেন।

 

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সহকারী প্রভোস্ট হিসেবে সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজমুন্নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শিমলা আক্তার ও প্রভাষক আজমিরি সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে আরা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাকুফা চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জুবেলী বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়, নিয়োগ পাওয়া সবাই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। নিয়োগের বিষয়টি তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments