Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগভালো ফলাফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করালেন মাদ্রাসা কর্তৃপক্ষ

ভালো ফলাফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করালেন মাদ্রাসা কর্তৃপক্ষ

 

জালাল উদ্দিন লস্কর::

মাধবপুরে বেসরকারী নন এমপিও মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ৬ জন ও ৪’৮ পাওয়া ২ এতিম শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নন এমপিও কমলপুর হযরত শাহজালাল (র:)আলিম মাদ্রাসা বিগত বছরের ন্যায় এবছরও দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলার ৬৬ টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ও ৪’৮ পাওয়া ২ এতিম ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে। ছাত্র-ছাত্রীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। পরে ঢাকা থেকে কক্সবাজার বিমাণে ভ্রমন করে সমুদ্র সৈকতে আনন্দময় সময় পার করে সন্ধ্যায় রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড সহ দর্শনীয় স্থান ভ্রমন করে রেলযোগে মাদ্রাসায় ফিরে আসে।

আনন্দ ভ্রমনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেধাবী ছাত্র মাহমুদুল হাসান তারেক বলেন ‘আমি ছোট বেলা হতে বিমানে চড়ার স্বপ্ন দেখতাম। যখন অত্র মাদ্রাসা হতে ঘোষনা দিল যে জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করানো হবে তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘন্টা পড়েছি। আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল।’

ছাত্রী শুভা আক্তার বলেন ‘একদিকে জিপিএ-৫ অন্যদিকে বিমাণ ভ্রমণ আমি খুবই এক্সাইটেড আমি সামনে আরো বেশি মনযোগ দিয়ে পড়া-লেখা করব।’

ভ্রমণে অংশগ্রহনকারী সদস্য নিপা, তানজিনা, ঝুমুর, পাবেল ও তানিম তাদের আবেগময় অনূভতি ব্যক্ত করেন। এবিষয়ে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল বলেন, ‘আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ও ছাত্র-ছাত্রীরা খুবই মনোযগী।সেই সাথে অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করছি তাতে আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫.০০ অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ ।’

তিনি আরো জানান,বিগত বছরেও জিপিএ-৫.০০ অর্জনকারী শিক্ষার্থীসহ ১০জনকে পড়াশুনায় উদ্ভুদ্ধ করার জন্যে বিমান ভ্রমণ ও বর্ষ সেরা শিক্ষকদের ওমরাহ হজ্ব করানো হয়েছে।’

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন ‘ প্রতিষ্ঠানটি নানামূখি উদ্যোগ নিয়ে দ্রুত ভাল ফলাফল অর্জন করছে।’

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, ‘ছাত্রদের জিপিএ-৫ পেলেই বিমান ভ্রমণ এটা সত্যিই খুবই সুন্দর উদ্যোগ।এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার জন্য প্রতিযোগিতার মনোভাব তৈরী করবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments