Friday, November 8, 2024
Homeধর্মভারতে মহানবি (সা.)-কে কটূ*ক্তির প্রতি*বাদে দোয়ারাবাজারে বি*ক্ষো*ভ ও প্রতি*বাদ মিছিল

ভারতে মহানবি (সা.)-কে কটূ*ক্তির প্রতি*বাদে দোয়ারাবাজারে বি*ক্ষো*ভ ও প্রতি*বাদ মিছিল

 

 

ইয়াছিন আলী খান, স্টাফ রিপোর্টার।

 

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন দোয়ারা বাজারের আলেমসমাজ ও তৌহিদি জনতা।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের হকনগর বাজারে জড়ো হয়ে শেষ বিক্ষোভ ও প্রতিবাদ করেন এবং সর্বশেষ মোনাজাত করে বিক্ষোভ, প্রতিবাদ ও পথসভা শেষ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানে। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন রামগিরি।

 

এসময় উক্ত সমাবেশে বক্তারা বলেন, নবি (সা.)-এর অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

 

এছাড়াও বক্তারা আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। ধর্মীয় অনুভূতি ও প্রিয়নবীকে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। যুগে যুগে রাসূলের নামে মিথ্যাচার করে কোনো জাতি বা ব্যক্তি টিকে থাকতে পারেনি।

 

সরকারের কাছে দাবি জানিয়ে তারা আরও বলেন, আপনারা ক্ষমতায় আছেন, অথচ এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, আধ্যাত্মিক ও শরীরিক ফিজিশিয়ান মাওলানা গোলামুর রহমান জিলানী, মাওলানা নুরুল আমীন, শাহজালাল ক্যাডেট একাডেমির ইনচার্জ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের সেক্রেটারী আব্দুল কাইয়ুম, এবং হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক নোমানীসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও অরাজনৈতিক ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments