Sunday, November 24, 2024
Homeশিক্ষাশাবিপ্রবির প্রক্টর ও ৬ প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবির প্রক্টর ও ৬ প্রভোস্ট নিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক,

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন প্রক্টর ও ৬টি হলে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তাদের নিয়োগ দেওয়া হয়।

 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির।

 

প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান।

 

এ সংক্রান্ত এক আদেশে বলা হয়, ‘কামরুজ্জামান চৌধুরীকে তার আবেদনের প্রেক্ষিতে প্রক্টর পদ থেকে ৬ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। ’

 

এদিকে, শাবিপ্রবির ৬টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার দপ্তরের পৃথক আদেশে শাহপরাণ হলে ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, প্রথম ছাত্রী হলে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাবিহা আফরিন ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতারকে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments