মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি র আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির মানুষের স্বাস্থ্য ও চিকিৎসকের পরামর্শ গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ একে বাংলা স্কুল প্রাঙ্গনে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা এর সভাপতিত্বে ও শিক্ষক নিহার কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের প্রতিনিধি মি. কর্নেল কস্তা।
চিকিৎসকের মধ্যে আলোচনায় অংশ নেন ডা. মোহাম্মদ আব্দুল কাইয়ুম উদ্দিন, ডা. হোসনে আরা বেগম স্বপ্না, ডা. পার্লী দাস, ডা. মুরাদে আলম, শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।
স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এছাড়াও পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।