Wednesday, November 27, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে ৯৯৩ টি মন্ডেপ শারদীয় দুর্গাপূজা

মৌলভীবাজারে ৯৯৩ টি মন্ডেপ শারদীয় দুর্গাপূজা

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক । যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপগুলো নিরাপত্তা দেয়া এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার কাজ করবে। জরুরি নম্বরগুলো লিখে দৃশ্যমান স্থানে টাঙাতে বলা হয়েছে। যাতে কোন দুর্ঘটনা ঘটলে সহজেই ফোন দেয়া যায়।

তাছাড়া বিশেষ প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার কথা বলা হয়। দশমীতে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা ৩০ মিনিটের মধ্যে প্রতিমা বিসর্জ্জন দেওয়ার কথা সভায় আলোচনা করা হয়। তাছাড়াও এদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।

এবছর মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পুজা কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments