সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বীরগাঁও বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা একপর্যায়ের সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও এ ঘটনার জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি মো. জাহিদুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় অনেক লোক আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।