Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::

কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় হলরুমে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক এর সভাপতিত্বে ও কো অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, নারী নেত্রী মুন্না দেবরায়, মহিলা ইউপি সদস্য গৌরী কৈরী, মালতি বুনার্জি, সজল কৈরী, প্রতাপ শব্দকর, লিটন গঞ্জু, মনি গোয়ালা, লক্ষী অলমিক, প্রোগ্রাম অফিসার মনোজ চন্দ্র তাঁতী প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রন্টের হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস রাজগড়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কাউকে পেছনে ফেলে কোন কাজই সম্ভব নয়। দলিত ও চা জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করে তবেই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যেতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments