Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটজাফলংয়ের সাথে যুক্ত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর:পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা

জাফলংয়ের সাথে যুক্ত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর:পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা

গোয়াইনঘাট(সিলেট) মতিউর রহমান (দুলাল)::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পর্যটন কন্যা জাফলং এর সাথে সংযুক্ত হতে যাচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এলাকায় পর্যটন শিল্প বিকাশের রয়েছে বিপুল সম্ভাবনা।

গোয়াইনঘাট-জৈন্তা-কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদের সার্বিক দিক নির্দেশনা ও প্রস্তাবনার আলোকে গোয়াইনঘাট  উপজেলা এলজিইডি অফিস জাফলংয়ের সাথে ভোলাগন্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে যুক্ত করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করে ৷ প্রেরিত প্রস্তাব জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার। তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই মহাসড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।

এই মহাসড়ক নির্মাণে এ অঞ্চলের মানুষের বিপুল অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। একজন পর্যটক এই সড়ক ব্যবহার করে দুইদিনে সিলেট অঞ্চলের প্রায় ২৩ টি পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন।  এ অঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ । হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্টসহ নানান পর্যটন স্থাপনা গড়ে উঠার পাশাপাশি সৃষ্টি হবে গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষের কর্মসংস্থান। নতুন করে স্বপ্ন বুনতে পারবে ঐ এলাকার মানুষ তারই সাথে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এইসব অঞ্চল হবে প্রকৃতির অপার মহিমায় মহামান্বিত যা আগত পর্যটকদের মনোরন্জনের জন্য অনেকটাই সহায়ক হবে ৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments