কানাইঘাট প্রতিনিধি:::
সিলেটের কানাইঘাটে কয়েক দিনের পচন্ড গরমের পর গতকাল শনিবার দুপুর থেকে স্বস্তীর বৃষ্টিপাত হলেও বজ্্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায় শনিবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি ও মৃধ বাতাসের সাথে প্রচন্ড বজ্রপাত হয়। বিকেল ৪টার দিকে বজ্রবৃষ্টির সময় কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার পুত্র নুর উদ্দীন (৬০) সহ আর কয়েক জন গ্রামের ক্ষেতের মাটে মাছ মারতে যান। এসময় প্রচন্ড শব্দে একটি বজ্রপাত নুর উদ্দীনের উপর পড়লে ঘটনা স্থলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। বজ্রপাতে নুর উদ্দীনের সাথে থাকা আরও ৪ জন জলসে গিয়ে আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।অপর দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউঠি হাওর গ্রামের জমশেদ আলীর পুত্র কালা মিয়া বিকেল ৫টার দিকে গ্রামের ক্ষেতের মাটে বৃষ্টির সময় ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।