Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল প্যারাগন রিসোর্ট থেকে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আটক

শ্রীমঙ্গল প্যারাগন রিসোর্ট থেকে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আটক

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলের রাধানগর এলাকার দুই তারকা মানের রিসোর্ট হোটেল প্যারাগন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (মুগদা এলাকা) মো. সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ, ডিবি পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার দুই তারকা মানের রিসোর্ট হোটেল প্যারাগন থেকে তাকে আটক করা হয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গল হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন সিরাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্কেল আনিসুর রহমান এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর আটক বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

 

পুলিশ সুত্রে জানা যায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে সিরাজুল ইসলাম নেতৃত্ব দিয়েছিলেন। এঘটনাকে কেন্দ্র করে ঢাকার একটি থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি মামলার আসামি। আটকের সময় তার স্ত্রীসহ পরিবারের সদস্যরাও তার সাথে রিসোর্টে ছিলেন। তার কাছ থেকে প্রয়োজনীয় কিছু নগদ টাকা পাওয়া গেছে। আর ওই টাকাগুলো তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments