Saturday, November 23, 2024
Homeবিনোদনকী আছে প্লটের জন্যে জয়ের করা আবেদনপত্রে!

কী আছে প্লটের জন্যে জয়ের করা আবেদনপত্রে!

 

 

বিনোদন প্রতিবেদক :

বিভিন্ন সময়ে নানা কারণে সমালোচিত উপস্থাপক ও অভিনীত শাহরিয়ার নাজিম জয় এক দশক আগে অর্থাৎ ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্লট চেয়ে আবেদন করেছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। একই চ্যানেলে ১৩ টি প্রশ্ন নামের একটি বিব্রতকর প্রশ্নের অনুষ্ঠানও উপস্থাপনা করেন।

 

যাই হোক, জয়ের সেই আবেদন আবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি পাঁচ বছর আগেও একবার ভাইরাল হয়েছিল। আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।

 

বিতর্কিত ও সমালোচিত উপস্থাপক জয় আরও লিখেছেন – আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।

 

শেষে জয়ের ভাষ্য, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন – আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।

 

প্লট পেতে জয়ের করা ওই আবেদনের কপি থেকে জানা যায়, ওই সময়কার যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের রেফারেন্সে ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়েছিলেন। এছাড়া আবেদনের উপরে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সিল-স্বাক্ষরও দেখা যায়।

 

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলা করেন।

 

এই মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। ওই সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। তখন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট – পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয় বলেও অভিযোগও করেন বাদীপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments