Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটএবার বাঁ হাতের প্যাঁচে সাকিবের ৫

এবার বাঁ হাতের প্যাঁচে সাকিবের ৫

 

 

স্পোর্টস ডেস্ক

 

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ দল দেশ ফিরেছে। তবে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। সারের হয়ে কাউন্টি টেস্ট চ্যাম্পিয়িনশিপে খেলতে নেমে প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

 

সেবার একটুর জন্য ইনিংসে পাঁচ উইকেট হয়নি। সে নিয়ে তাঁর আক্ষেপ ছিল কি না, সেটা সাকিবই শুধু জানেন। প্রকাশ্যে তো আর কিছু বলেননি! আক্ষেপ থাকুক বা না থাকুক, সমারসেটের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের অপেক্ষা ফুরিয়েছে সাকিবের। চারদিনের ম্যাচটির শেষ দিনে এসে আজ সমারসেটের দ্বিতীয় ইনিংসে সাকিব ২৯.৩ ওভারে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছেন।

 

এই প্রতিবেদন লেখার সময়ে সমারসেটের দেওয়া ২২১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে সাকিবের দল সারে। তবে তাদের ব্যাটিংটা হচ্ছে ঠুকঠুক করে। ২২তম ওভারের তৃতীয় বলে ওপেনিং জুটি ভেঙেছে, তবে তার আগে রান এসেছে মাত্র ৩১! এর ৩ বল পর অবশ্য দ্বিতীয় উইকেটও পড়ে গেছে। এই প্রতিবেদন লেখার সময়ে সারের রান ২৬ ওভারে ২ উইকেটে ৪১। কাগজে-কলমের হিসাবে দিনে ওভার বাকি আছে আর ৫১টি। সাকিব এখনো ব্যাটিংয়ে নামেননি।

 

গতকাল ম্যাচের তৃতীয় দিনের শেষবেলায়ই সমারসেটের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন সাকিব। সমারসেট দ্বিতীয় ইনিংসে তাদের প্রথম ৭ উইকেটে হারায় ১১৭ রানে, এই ৭ উইকেটের ৪টিই নিয়েছিলেন সাকিব। তৃতীয় দিন শেষে সমারসেট ৯ উইকেটে ১৯৪ রান তোলে প্যাভিলিয়নে ফিরে। আজ সমারসেট ইনিংসের শেষ উইকেটটি নিয়ে পূর্ণ হলো সাকিবের ‘ফাইফার।’

 

সমারসেটের টপ অর্ডার দ্বিতীয় ইনিংসে সাকিবের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি। সমারেসেট ওপেনার ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন ৩ রান করে সাকিবের বলে বোল্ড হন। প্রথম ইনিংসে সাকিবের বলে বোল্ড হওয়া টম আবেল এবার চারে নেমে সাকিবের বলে হয়েছেন এলবিডাব্লিউ।

 

লোয়ার অর্ডারে জেমস রিও ও অধিনায়ক লুইস গ্রেগরিও সাকিবের শিকার। চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর ৩০ রান যোগ করতেই সমারসেট গুটিয়ে যায় ২২৪ রানে। সাকিবের পঞ্চম শিকার হন টন বেনটন। প্রথম ইনিংসে ৪ রানের লিড পাওয়া সারের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২২১ রান।

 

দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফেরা সাকিব সমারসেটের বিপক্ষে চারদিনের খেলার প্রথম দিনে ৩৩.৫ ওভার বোলিং করে ৯৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে বল করেছেন ২৯.৩ ওভার। অর্থাৎ দুই ইনিংসে সারে যে ১৫৮.৮ ওভার বোলিং করেছে, তার প্রায় ৪০ শতাংশই করেছেন সাকিব।

 

ওভারের পর ওভার হাত ঘোরালেন, দুই ইনিংস মিলিয়ে নিলেন ৯ উইকেট – এক ম্যাচের জন্য সারেতে যোগ দেওয়া সাকিব পয়সা উশুল করে দিয়েছেন বটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments