Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটদিনশেষে সারে’র সেরা তারকা সাকিব

দিনশেষে সারে’র সেরা তারকা সাকিব

 

স্পোর্টস ডেস্ক

এযেন এক অন্য সাকিব আল হাসান। ধারাবাহিক, উদ্যমী, দুর্দান্ত! কাউন্টি ক্রিকেটে সারে’র জার্সিতে সাকিব নিজেকে নিয়ে গেছেন অন্যদের ধরাছোঁয়ার বাইরে। সারে ক্লাবের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

 

দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত সাকিবের শিকার চারটি। তাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সমারসেট। প্রথম ইনিংসে সমারসেট অলআউট হয় ৩১৭ রানে। সাকিব একাই সাজঘরে ফেরান প্রতিপক্ষের চার ব্যাটারকে। সমারসেটের ৩১৭ রানের জবাবে ৩২১ রানে থামে সারে’র ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সমারসেট। তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে দলটি।

 

দ্বিতীয় ইনিংসে সমারসেটের প্রথম উইকেটটিই তুলে নেন সাকিব। ওপেনার আর্চি ভনকে বোল্ড করেন তিনি। সাকিবের বলে বিভ্রান্ত ভন আউট হন মাত্র তিন রান করে। আর্চি ভন সাবেক ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভনের ছেলে। সমারসেটের টপ অর্ডারের আরেক ব্যাটার টম অ্যাবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। প্রথম ইনিংসেও অ্যাবেলকে তুলে নিয়েছিলেন তিনি।

 

এই দুজনের বাইরে দ্বিতীয় ইনিংসে সাকিবকে উইকেট বিলিয়ে দেন জেমস রেও এবং সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরি। ২৯ রান করে সাকিবের বলে ডম সিবলের হাতে ক্যাচ দেন রেও। ১৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন গ্রেগরি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচের শেষদিনে সাকিব যদি আর একটি উইকেট তুলতে পারেন, পাওয়া হবে ফাইফারও।

 

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২৫ ওভার বল করে এক মেডেনসহ ৮৩ রানে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। ম্যাচে এখন পর্যন্ত তার শিকার আটটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments