বিশেষ প্রতিনিধি,
‘ছাত্র-জনতার মৈত্রী সফর’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় টিম মৌলভীবাজারে গেছে। এ সময় তারা আন্দোলনকালীন সময়ে হতাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
বুধবার দুপুরে তারা জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামসহ অন্যরা তাদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান। পরে দুপুর ১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিয়র সভায় যোগ দেন তারা।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকে সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়া সম্পর্কে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, জেলা সমন্বয়ক আসবাব আল হামিদ, তানজিয়া শিশির, সামায়েল রহমান, আব্দুল কাদির প্রমুখ।