Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে শাহপরানের মাজারে হামলা: আহত বেড়ে ১৫ 

সিলেটে শাহপরানের মাজারে হামলা: আহত বেড়ে ১৫ 

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত রোববার থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলছে। ওরসকে কেন্দ্র করে যাতে অসামাজিক কোন কার্যক্রম না হয় সেজন্য স্থানীয় ছাত্র-জনতা প্রতিদিনই নজরদারি করছিলেন। সেই ধারাবাহিকতায় গতকাল রাতেও তাঁরা মাজারে তাদের নজরদারি চালাচ্ছিলেন।

 

এমন পরিস্থিতিতে ওরসে আসা মাথায় লাল কাপড় বাধা একদল লোক বিনা উস্কানিতে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে পাশ্ববর্তী এলাকাসহ জৈন্তাপুর উপজেলা থেকেও লাঠিসোঁটা নিয়ে শতাধিক লোক মাজারে আসে। চড়াও হয় ওরসপন্থীদের ওপর। ভেঙে দেয় ওরসপন্থীদের বানানো তাঁবু। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments