নিজস্ব প্রতিবেদক,
সিলেটের শাহপরানস্থ দরগাহ-ই- হযরত শাহপরানের (রহ.) মাজারে তিন দিনব্যাপী (৮ থেকে ১০ সেপ্টেম্বর) পবিত্র ওরস অনুষ্ঠিত হবে।
প্রথম দিন (৮ সেপ্টেম্বর) কোরআন খতম, জিকির আজগারের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। দ্বিতীয় দিন (৯ সেপ্টেম্বর) ভক্ত আশেকানদের হযরত শাহপরান রহ. এর মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তৃতীয় দিন (১০ সেপ্টেম্বর) বাদ ফজর ৫টায় আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরসের কার্যক্রম শেষ হবে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে অসামাজিক ও অনৈসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটি, সিলেট নামের একটি সংগঠন হযরত শাহপরান (রহ.) এর মাজারে ওরসের নামে নাচ গান, অসামাজিক কার্যকলাপ, মাদক বিক্রি ও সেবন করলে কঠোর পদক্ষেপ নেবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সিসিক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিমের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, সিলেটের প্রতিনিধিরা, মাজার কর্তৃপক্ষ ও ছাত্র সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় উভয়পক্ষ মাজারে অসামাজিক ও অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধে একমত পোষণ করে। মাজারে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। তবে ওরসের নামে কোনো অশ্লীল কর্মকাণ্ড, গান বাজনা, মদ, গাঁজা সেবন ও বিক্রয় চলবে না।
মাজার কর্তৃপক্ষ গতকাল ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মানববন্ধনে গিয়ে মানববন্ধনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। এ সময় তারা বলেন, এখন থেকে মাজারে আর কোনো শিরক বেদাত, গান-বাজনা, অশ্লীল কর্মকাণ্ড মদ ও গাঁজা সেবন চলবে না। পরবর্তীতে বিকেলে মাজারের মূল ফটক থেকে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সাংবাদিকদের উপস্থিতিতে আগত ভক্ত আশেকানদের উদ্দেশে বলেন, আজ থেকে শাহপরানের (রহ.) মাজারে ওরসের নামে গান বাজনা সম্পূর্ণ নিষেধ করা হলো।