মিজানুর রহমান(লাভলু),কানাইঘাট প্রতিনিধি:::
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা সহ এনাম উদ্দীন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে কানাইঘাট থানাধীন সাতবাঁক ইউ/পি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল অনুমান ৩ ঘটিকার সময় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর দিক নির্দেশনায় এস আই দেবাশীষ শর্মা ও এএসআই ওযায়ের ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট থানাধীন ৪ নং ইউনিয়নের অন্তর্গত বিরাখাই ব্রিজ সংলগ্ন থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের শার্টের হাতের ভাঁজ থেকে কালো রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত এনাম উদ্দীন কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ড ডালাইচর গ্রামের মৃত মতিউর রহমান এর ছেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে এনামের সহযোগী ডালাইচর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ এর পুত্র জুয়েল আহমদ পালিয়ে যায়। মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তি এবং পলাতক জুয়েল আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।