Monday, March 31, 2025
Homeঅন্যান্যপ্রযুক্তিশাবিপ্রবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল কাদির

শাবিপ্রবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল কাদির

বিশেষ প্রতিনিধি,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) উপ-রেজিট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ফজলুর রাহমানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

 

নতুন দায়িত্বের বিষয়ে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের নিয়ে কাজ করতে চাই। এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।’

 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবিপ্রবির ৮৩জন প্রশাসনিক ব্যক্তি পদত্যাগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments