বিশেষ প্রতিনিধি,
হবিগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর ৮ দফা দাবি পেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বুধবার দুপুর ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার উদ্যোগে এ দাবি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম, সদর হাসপাতালের আর এম ও মো. মমিনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ, সমন্বয়ক মাহাদী হাসান প্রমুখ।
আট দফা দাবিগুলো হলো- হাসপাতালের প্রতিটি জায়গা পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখতে হবে, চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে, বহির্বিভাগ এবং টেস্টের সময়সূচি বাড়াতে হবে ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি অবিলম্বে ঠিক করতে হবে, একটি কার্যকরী ব্লাড ব্যাংক গঠন করে ব্লাড সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, সরকারি ওষুধপত্র যেন রোগীরা পায় তার সুষম ও বন্টন নিশ্চিত করতে হবে, রোগীদের খাবারের মান উন্নয়ন ও শিশু ওয়ার্ডে শিশু খাদ্য নিশ্চিত করতে হবে, সার্বক্ষণিক তদারকির জন্য একটি টিম গঠন করতে হবে এবং দালালদের দৌরাত্মরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন যাবত চিকিৎসক সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, দালালদের দৌরাত্ম্য রোগীদের হয়রানি ইত্যাদি বেড়েই চলেছে।
এসব ভোগান্তি থেকে লাঘবের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎপরতা শুরু করেছেন। একইসঙ্গে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং সমন্বয়ক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রদের যৌক্তিক দাবি অতি দ্রুত পূরণের আশ্বাস প্রদান করেছেন।