Saturday, November 23, 2024
Homeরাজনীতিবিএনপিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুনামগঞ্জে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার,

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জে দুই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন, সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল কর্মী সাইফুল ইসলাম রাহি।

 

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা শাখার অধীনস্থ সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল কর্মী সাইফুল ইসলাম রাহিকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. তারেক মিয়া সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

 

প্রসঙ্গত, সোমবার দুপুরে সুনামগঞ্জে দলের নাম ভাঙিয়ে আদালতের প্রশাসনিক শাখায় চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আটককৃতরা হলেন, পৌর শহরে আপ্তাব নগরের বাসিন্দা আ. আহাদের ছেলে মোস্তাক হোসেন, পশ্চিম সুলতানপুরের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম, আপ্তাব নগরের বাসিন্দা ফারুক আহমদের ছেলে কবির হোসেন। সুনামগঞ্জ জেলা জজ আদালতে এই ঘটনা ঘটে।

 

আদালতের নাজির কামরুজ্জামান জানান, ছাত্রদল করার কারণে ২১ সালে আদালতে চাকরির নিয়োগ পাননি সাইফুল ইসলাম রাহী নামে এক যুবক। তাই এখন তারা মামলা করতে চান। মামলা থেকে বাঁচতে হলে তাদের টাকা দিতে হবে। পরে বিএনপিকে খবর দিলে নেতাকর্মীরা এসে তাদের আটক করে পুলিশে দেয়। তাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments