Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই...

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য জব্দ করা হয়েছে।

 

 

সাজ্জাদ মাহমুদ মনির,

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি ৩১ লাখ টাকা মুল্যের বিভিন্ন ধরণেন মালামাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে ছাতক পৌর শহরের আকিজ প্লাস্টিক ফ্যাক্টরী লিমিটেড সংলগ্ন সুরমা নদীর তীর এলাকা থেকে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়।

 

জব্দকৃত মালামাল হলো, ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, ১ কোটি ২৩ লাখ ৮৫হাজার ৬১৪ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধ, তিনটি মোবাইল ফোন, একটি ইঞ্জিল চালিত স্ট্রিলবডি নৌকা, একটি মোটর সাইকেল ও একটি কাভার্ডভ্যান। সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে, বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঈন উদ্দিন, ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলমসহ সেনা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অভিযানের সত্যতা স্বীকার করে ছাতক সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাবির বলেন, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments