Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে কর ফাঁকির ২০ বস্তা জর্দা আটক

সিলেটে কর ফাঁকির ২০ বস্তা জর্দা আটক

স্টাফ রিপোর্টার,

সিলেটের কর ফাঁকির ২০ বস্তা জর্দা আটক করেছে কাস্টম,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। রোববার সন্ধ্যায় সিলেট নগরের কুমারপাড়ায় ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূল্য সংযোজন কর ফাঁকি দেওয়া এসব জর্দার বস্তা আটক করা হয়। আটক হওয়া জর্দার বস্তার আনুমানিক দাম প্রায় ১০ লাখ টাকা।

 

আবগারি ও ভ্যাট বিভাগ, সিলেট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার ইউএসবি এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীন এ জর্দা আটক করা হয়। চালানটি ঢাকাস্থ দুলাল কেমিক্যালসের মাধ্যমে সিলেটের আজিজ জর্দা স্টোরের কাছে পাঠানো হয়।

 

সিলেট আবগারি ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী চালানটিতে প্রায় ৮ লাখ টাকা মূসক ফাঁকি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় শাস্তি এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments