সিলেটের জৈন্তাপুরে ৮০০ কেজি ভারতীয় চা পাতাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় অভিযান চালিয়ে এসব চা পাতাসহ ১ জনকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ (২১)। তিনি একই উপজেলার চারিকাঠা ইউনিয়নের পূর্ব ভিত্রিখেল গ্রামের এবাদুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ওমর ফারুকের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। এসময় থানার উপ- পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পাখিটেকি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে আংশিক ভেজা অবস্হায় একটি পিকআপ হতে ২০ বস্তা (৮০০ কেজি) ভারতীয় চা পাতা আটক করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ওমর ফারুক চা পাতাসহ সুলতান আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুলতানসহ আরো তিনজনকে উক্তো ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। পুলিশ এস্কটের মাধ্যমে সুলতানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।