Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে বিভিন্ন রোগীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

শ্রীমঙ্গলে বিভিন্ন রোগীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগীদের জন্য ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে মিশন রোডস্থ ড.মো:আব্দুস শহীদ এমপির বাসভবন প্রাঙ্গনে চেক বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে বিভিন্ন রোগীদের আবেদনের প্রেক্ষিতে ২৯ জনকে ৫০ হাজার করে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃত বাস্তবায়িত”ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, প্রচার সম্পাদক দেবাংশু সেন, শ্রীমঙ্গল থানার (ওসি অপারেশন) তাপস চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, কৃষকলীগের আহবায়ক আবু তালেব বাদশা, সাংবাদিক মামুন আহমেদ, যুবলীগ নেতা সাবের আহমেদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments