Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘ*র্ষে নি*হত ১, আ*হত অর্ধশতাধিক

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘ*র্ষে নি*হত ১, আ*হত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার,

 

সুনামগঞ্জের দিরাইয়ে খাস জায়গায় মাটি কাটাকে ও জলমহালের জায়গাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মানুষ।

 

 

উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় রফিনগর গ্রামের হারুন মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মীর্জাপুর গ্রামের লোকজন বাংলাবাজার এলাকার জলমহালে দখল করতে গেলে রফিনগর গ্রামবাসী বাধা দেয়। পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

 

 

রফিনগর ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার জানান, দীর্ঘদিন ধরেই এই দুই গ্রামের মধ্যে এসব নিয়ে ঝামেলা চলে আসছিল। আজকে খাস জায়গায় মাটি কাটা ও জলমহালে কাটা দেওয়াকে কেন্দ্র করে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষে একজন মারা গেছেন এবং অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments