Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জসাড়ে ৮ মাসের মাথায় প্রত্যাহার হচ্ছেন জিলুফা সুলতানা

সাড়ে ৮ মাসের মাথায় প্রত্যাহার হচ্ছেন জিলুফা সুলতানা

 

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ

 

দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ও আগের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করা হয়েছে। বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন ডিসি দু’ এক দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হবে।

 

গতকাল সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে পাঁচ সমন্বয়কের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা জানান, সরকার বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ২০২২ ও আগের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করেছে। আজ মঙ্গলবারের মধ্য সব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হবে। এ প্রেক্ষিতে যে কোন সময় প্রত্যাহার হতে পারেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

 

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ২৭ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জিলুফা সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। এর পর থেকে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে সাড়ে ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments