ক্রীড়া প্রতিবেদক,
রাওয়ালপিন্ডিতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবকে নিয়ে বেশ আশাবাদী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে সাকিবকে নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। একটি ম্যাচে সাকিব দুটি রোল প্লে করতে পারতে পারেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ কারণে সাকিবকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। এদিকে সরকার পতনের আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য সাকিব। কানাডায় গ্লোবাল টি-২০ লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি।
পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন কি না, এমন আলোচনাও উঠেছিল। যদিও শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। রাজনৈতিক বিষয়ে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় না এটা তার ওপর কোনো প্রভাব ফেলবে। কারণ তিনি একজন পেশাদার ক্রিকেটার।’
‘তিনি অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন, তিনি জানেন তার দায়িত্বটা কি, এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আমি আশা করি এই সিরিজে বিশেষ কিছু করবেন তিনি।’
দেশে গত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে শান্তকে প্রশ্ন করা হলে তার জবাবে শান্ত বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই খুব কষ্ট করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের প্রথম টেস্ট।