Friday, November 22, 2024
Homeখেলাধুলাফুটবলজয় দিয়ে সাফ মিশন শুরু চায় বাংলাদেশ

জয় দিয়ে সাফ মিশন শুরু চায় বাংলাদেশ

 

ক্রীড়া প্রতিবেদক,

 

 

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করতে চায় বাংলাদেশ। এবারের স্কোয়াড সাজানো হয়েছে জাতীয় দল, এলিট একাডেমি ও লিগে খেলা ফুটবলারদের নিয়ে। তার শিরোপায় চোখ দলের।

 

প্রতিপক্ষ সহজ হলেও সমীহ করছে মারুফুল হকের শিষ্যরা। ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে জয়ের লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের আনফা কমপ্লেক্সে দু’দলের ম্যাচ শুরু মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সোয়া তিনটায়।

 

 

প্রস্তুতিটা খুব স্বল্প সময়ের হলেও সাফের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। তারুণ্যের জয়গানে এই মিশন জয়ের লক্ষ্য কোচের। ছয় দলের এই টুর্নামেন্টে আছে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার মতো দল।

 

 

নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগে কমলাপুরে আর্টিফিশিয়াল টার্ফ, এরপর বসুন্ধরা কিংসে দুই সপ্তাহ অনুশীলন করেছে এই দল। দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যেই শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা।

 

 

প্রিমিয়ার লিগ, এলিট একাডেমির ফুটবলার, ও সিনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দলে আছেন মিরাজুল ইসলাম, মেহেদী হাসান শ্রাবণ, রাহুলদের মতো ফুটবলাররা। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দলের।

 

 

২০২২-এ এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ দল। ভারত বাধা টপকাতে না পারায় সে আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতী সঙ্গী করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার শুরু থেকেই সাবধানী মারুফুল হকের দল।

 

 

লংকানদের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের যাত্রা শুরু হবে বাংলাদেশের। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেই এবার ফাইনালে খেলার লক্ষ্য মিরাজ, আসিফদের। গেলো আসরে ভারতের বিপক্ষে ফাইনালের আত্মবিশ্বাসই এবার কাজে লাগানোর পরিকল্পনা দলের।

 

 

বাংলাদেশের ফুটবলার মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ। সবাই চায় শুরুটা যেন ভালো হয়। সবার প্রত্যাশা আমরা যেন প্রথম ম্যাচেই জয় পাই। প্রথম ম্যাচে জয় পেলে আমরা অর্ধেকটা কাজ সম্পন্ন করতে পারব।

 

 

কোন প্রতিপক্ষকেই দেখার মতো কিছু নেই। শ্রীলংকা আমাদের থেকে ভালো দল। তবে আমার মনে হয় আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে আমরা ভালো একটা ফল আনতে পারব।’

 

 

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক বলেন, ‘যেহেতু আমাদের এই দলটা শেষবার ফাইনাল খেলেছিল, আর আমাদের খেলোয়াড়দের যে মানসিকতা তা দেখে মনে হচ্ছে আমরা সঠিক পথেই রয়েছি।

 

 

শ্রীলংকার ম্যাচ আমরা দেখেছি। তাদের সবকিছুই আমরা আমলে নিয়েছি। সেই অনুযায়ী অনুশীলন করছি। যেহেতু প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ, তাই এই ম্যাচটা আমরা জয় দিয়ে শুরু করতে চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments